হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

সভা সমাবেশ

তি মাসে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে হাইওয়ে ডিআইজি মহোদয়ের সভাপতিত্বে এবং প্রতিটি রিজিয়নের পুলিশ সুপার, সার্কেল গণের উপস্থিতিতে অপরাধ সভা অনুষ্ঠিত হয়ে থাকে|

উক্ত সভায় মাদক প্রতিরোধ এবং মাদক মামলা, প্রসিকিউশন ও কেস স্লিপ সংক্রান্ত, সড়ক দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে করণীয়, থানা/ফাঁড়ি নির্মাণ ও মেরামত, ব্যাক লাইট, ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, পার্কিং লাইন এর ত্রæটি সংশোধন, স্পীড গান ব্যবহার, জি.ডি রক্ষনাবেক্ষণ ও লিপিবদ্ধ, অকেজো, মডেল আউট, ফিটনেস বিহীন গাড়ী ডাম্পিং করণ, পুলিশ সদস্যদের আচরণ ইত্যাদি সংক্রান্তে কি কি করণীয় ও বর্জণীয় তা আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করতঃ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিদের্শনা দেয়া হয়ে থাকে।