হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন ।

১২/৩/২০২০ তারিখ ০১.৪৫ ঘটিকায় হাটিকুমরুল হাইওয়ে থানা সিরাজগঞ্জ কর্তৃক গাইবান্ধা হইতে নারায়নগঞ্জগামী যাত্রীবাহী বাস রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-০৫০৬ মায়ামুগ্ধ সৈকত পরিবহন তল্লাশি করিয়া আসামী ১। মোঃ শামিম মিয়া (৩৫), পিতা- মোঃ হাবিবুর মিয়া, সাং- শেরপুর দক্ষিনপাড়া, থানা- সাদুল্লাপুর , জেলা- গাইবান্ধা এর নিকট হইতে ১৪০ বোতল, ফেনসিডিল উদ্ধার করা হয় । আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে । ১২//২০২০ তারিখ ০১.৪৫ ঘটিকায় হাটিকুমরুল হাইওয়ে থানা সিরাজগঞ্জ কর্তৃক গাইবান্ধা হইতে নারায়নগঞ্জগামী যাত্রীবাহী বাস রেজিঃ নংঢাকা মেট্রো১৩০৫০৬ মায়ামুগ্ধ সৈকত পরিবহন তল্লাশি করিয়া আসামী মোঃ শামিম মিয়া (৩৫), পিতামোঃ হাবিবুর মিয়া, সাংশেরপুর দক্ষিনপাড়া, থানাসাদুল্লাপুর , জেলাগাইবান্ধা এর নিকট হইতে ১৪০ বোতল, ফেনসিডিল উদ্ধার করা হয় আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে