হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন।

গত ১০/৩/২০২০ তারিখ রাত্রি অনুমান ২০.৫০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দিঘল কান্দি (পল্লী বিদ্যুৎ অফিস) এর সামনে রংপুর – বগুড়া মহাসড়কের উপর মোকামতলা বাজার হইতে বগুড়া গামী পিকআপ যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১১-৭৫৬৪ তল্লাশি করে ধৃত আসামী শ্রী প্রদীপ চন্দ্র মহন্ত (৩৫), পিতা -মৃত রতন চন্দ্র মহন্ত, মাতা-মৃত লতা রানী মহন্ত, সাং- ক্ষুদ্র কাগইল, ডাক- কাগইল, থানা-গাবতলী, জেলা-বগুড়া এর নিকট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ৷