হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স
সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক
৯৯৯
+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১
২-৩-২০২০ তারিখ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানাধীন তীরচড় নামক স্থানে বেলা ১৫.১৫ ঘটিকার সময় এশিয়া এয়ারকন পরিবহনের বাস নং ঢাকা মেট্রো ব ১৪- ৫৮৬৯ তল্লাশী করিয়া ৪০০ পিচ ইয়াবা সহ আসামী ১। আসমা বেগম(২৫) কে আটক করা হয় ৷