হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স
সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক
৯৯৯
+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১
প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন পাশ করেছে। যারা নিজের ভাগ্য নির্ধারণে লড়াই চালিয়ে যাচ্ছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য লড়াই করছেন তাদের স্বয়ংসম্পূর্ণ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারের এ প্রকল্পের আওতায় ২৮০ জন এনডিডি ব্যক্তিসহ মোট ২ হাজার ৮০০ জন প্রতিবন্ধীকে পর্যায়ক্রমে ৫টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের কম্পিউটার ও অ্যাপ্লিকেশন পরিচিতি, গ্রাফিকস ও মাল্টিমিডিয়া আউটসোর্সিং, ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসি প্রধান কার্যালয় থেকে যুক্ত ছিলেন নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, পরিচালক এনামুল কবির, প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান ও গোলাম রববানী প্রমুখ।