হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ২২ জানুয়ারী ২০২৫, বুধবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

আমাদের সর্ম্পকে

১১ই জুন/২০০৫ খ্রিঃ, ৫৫৭ জন জনবলের সমন্বয়ে প্রাথমিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৪৮৫ জন জনবল জেলা পুলিশ হতে ন্যাস্ত করণের মাধ্যমে ২৪ টি হাইওয়ে প্রস্তাবিত থানা ও ৪৮ টি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জনবল বৃদ্ধি করা হয়।

২০১২ সালে ১৫০ জন এবং ২০১৫ সালে ৬২৮ জন জনবলের মঞ্জুরী পাওয়া যায়। উক্ত ৬২৮ জন জনবল মঞ্জুরীর প্রেক্ষিতে গাজীপুর রিজিয়নকে বিভক্ত করে সিলেট রিজিয়ন ও মাদারীপুর রিজিয়নকে বিভক্ত করে যশোর রিজিয়ন গঠন করা হয়েছে।

২০১৭ সালে হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়নের আওতাধীন জামালপুর জেলার বকশিগঞ্জ নামক স্থানে বকশিগঞ্জ হাইওয়ে থানা নামে ৪১ জন জনবলের সমš^য়ে হাইওয়ে পুলিশের অনুকূলে একটি নতুন থানা সৃষ্টি করা হয়েছে।

বর্তমানে অঞ্চল সমূহের পরিবর্তে রিজিয়ন নামকরণ করা হয়েছে। বর্তমানে হাইওয়ে পুলিশের মঞ্জুরীকৃত জনবলের সংখ্যা ২৮৬১ জন।