হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

এক নজরে হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশের যাত্রা শুরু ১১/০৬/২০০৫ খ্রিঃ।

সাধারণ তথ্যাদিঃ

হাইওয়ে পুলিশের যাত্রা শুরু ১১/০৬/২০০৫ খ্রিঃ।

সাধারণ তথ্যাদিঃ ০
ক্রঃ নং বিবরণ
ইউনিটের নাম হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স
বর্তমানে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস ঠিকানা ঢাকাস্থ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন বাড়ী নং- ৩৪ (৭ তলা বিল্ডিং), রোড নং- শাহজালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০।
হাইওয়ে রিজিয়ন সমূহ ০৬ টি
হাইওয়ে সার্কেল সমূহ ১০ টি
হাইওয়ে থানা সমূহ ৩৬ টি
হাইওয়ে ফাঁড়ি সমূহ ৩৭ টি
হাইওয়ে মোট থানা/ফাঁড়ির সংখ্যা ৭৩ টি।
হাইওয়ে পুলিশের মঞ্জুরীকৃত জনবল সমূহ পূর্বের মঞ্জুরী ২৮২০ জন + ২০১৭ সালে বকশিগঞ্জ হাইওয়ে থানার জনবল মঞ্জুরী ৪১ জন সহ= মোট ২৮৬১ জন
হাইওয়ে কমিউনিটি পুলিশীং সংক্রান্ত তথ্য সর্বমোট কমিটি সংখ্যা- ১৪০৭ টিও সদস্য সংখ্যা- ২০,৮৩২ জন।
১০ হাইওয়ে পুলিশের ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যঃ
বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিভাগের ৫০ টি হাইওয়ে আউটপোস্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মোট আউটপোস্টের সংখ্যাঃ ৫০ টি।
মোট প্রাপ্ত জমির সংখ্যাঃ ৫০ টি।
মোট টেন্ডার হয়েছেঃ ৩২ টি।
নির্মাণ কাজ সমাপ্ত হয়েছেঃ ২৮ টি।
নির্মাণ কাজ চলমানঃ ০৪ টি।
টেন্ডার প্রক্রিয়াধীনঃ ০২ টি।