হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স

সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক

  • ২২ জানুয়ারী ২০২৫, বুধবার

৯৯৯

+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১

মামলা কার্যক্রম

হাইওয়ে পুলিশ পূর্বে শুধু মাত্র সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা তদন্ত করত। কিন্তু বর্তমানে বাংলাদেশ গেজেট নং– এস.আর ও নং–২৮২–আইন/২০১৭। Police Act, 1861 (Act NO. V Of 1861) এর Section 12 এর প্রদত্ত ক্ষমতাবলে হাইওয়ে পুলিশ মাদক ও চোরাচালান মামলা তদন্ত করার ক্ষমতা লাভ করেন। বর্তমানে হাইওয়ে পুলিশ স্বতন্ত্রভাবে দুর্ঘটনা, মাদক ও চোরাচালান মামলা তদন্ত করে থাকেন।

হাইওয়ে পুলিশ মামলা তদন্তের ক্ষমতা লাভ করার পর হতে ৩০/০৪/২০১৮ খ্রিঃ পর্যন্ত মাদক ও চোরাচালান অপরাধ সংক্রান্তে তদন্তকৃত মামলার সংখ্যা  সর্বমোট ৩৭৩ টি। তন্মধ্যে ২৩২ টি মামলায় চার্জশীট দাখিল করা হয়েছে এবং ১৪১ টি মামলা তদন্তাধীন অবস্থায় আছে।