হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স
সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক
৯৯৯
+৮৮০ ২ ৫৮৯৫৭৯১১
ক্রাইম শাখা হাইওয়ে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের শাখাটি ০১(এক) জন অতিরিক্ত ডিআইজি এবং প্রতিটি রিজিয়নে পুলিশ সুপার মহোদয় দ্বারা পরিচালিত হয়ে থাকে।
উক্ত শাখার কার্যবলী নিম্নরূপঃ
১। হাইকোর্টের রীট সংক্রান্ত সকল কার্যক্রম। নিন্মরূপঃ
২। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরীত অপরাধ সংক্রান্তে সকল পত্রের জবাব।
৩। জাতীয় সংসদ প্রশ্নোত্তর সংক্রান্তে সকল কার্যক্রম।
৪। অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ।
৫। ডাম্পিং সংক্রান্ত তথ্য।
৬। মামলার সাক্ষ্যর স্মারকলিপি(এম/ই) পর্যালোচনা সংক্রান্ত কার্যক্রম।