Highway Police Headquarters

Disciplined Secured Highway

  • 22 December 2024 Sunday

999

+880 2 58957911

Drunk pick-up driver & helper arrested by Highway Police.

১৬/৩/২০১৯ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃক দাউদকান্দি থানাধীন টামটা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে পিকআপ নং ঢাকা মেট্রো ঠ-১৩-৪৫৩৪ অবৈধভাবে উল্টো পথে চালনা কালে থামিয়ে অ্যালকোহল ডিটেক্টর এর মাধ্যমে মাদক সনাক্ত হইলে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দ্বারা পরীক্ষান্তে ও মাদক সেবন করেছে এমন রিপোর্ট পাওয়া গেলে জনাব কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাউদকান্দি কুমিল্লা এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক (১) মোঃ আব্দুল আজিজ, পিতা- হাজী রফিকুল ইসলাম ও হেলপার (২) মোঃ ইব্রাহিম, পিতা-হাজী গাফফর হসেন, উভয় সাং- ঝাউচর, থানা- সোনারগাঁ জেলা- নারায়ণগঞ্জ দ্বয়’কে ১০,০০০/- টাকা করিয়া সর্বমোট ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।