Highway Police Headquarters
Disciplined Secured Highway
999
+880 2 58957911
১৫/৩/২০২০ তারিখ হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়নের বনপাড়া হাইওয়ে থানা কর্তৃক নাটোর-পাবনা মহাসড়কে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ধানাইদহ কাজল স্বর্ণা পাম্পের সামনে নামক স্থানে মহাসড়কের উপর অভিযান চালিয়ে মেহেরপুর হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬০৬৭ বাসের A-1 সিটের যাত্রী মোঃ আল আমিন(১৯) এর দুই রানের উপর হাতে থাকা নেভীব্লু রং এর ট্রাভেল ব্যাগের ভিতর সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।